Image Source: Pixabay

মোচার ঘণ্ট তো অনেকেই খান, জানেন মোচার কত গুণ ? ছবি- পিক্সাবে

Image Source: Pixabay

কোলেস্টেরল কমানো থেকে শর্করা নিয়ন্ত্রণ, মোচার জুড়ি নেই।

Image Source: Pixabay

এতে থাকে মুসা সেপিয়েন্টাম নামে একটি যৌগ যা কোলেস্টেরল কমায়।

Image Source: Pixabay

মোচায় রয়েছে ভরপুর অ্যান্টিঅক্সিড্যান্ট।

Image Source: Pixabay

এর মধ্যে থাকা বিশেষ উৎসেচক শর্করা আত্তীকরণে বাধা দেয়।

Image Source: Pixabay

এখানেই শেষ নয়, মোচার মধ্যে প্রচুর আয়রন রয়েছে।

Image Source: Pixabay

রক্তাল্পতা, কম হিমোগ্লোবিনের সমস্যা দূর করতে পারে মোচা।

Image Source: Pixabay

কলার মোচায় থাকা জিঙ্ক হাড়ের জোর বাড়ায়, ক্ষয় রোধ করে।

Image Source: Pixabay

শুধু তাই নয়, রক্তচাপ নিয়ন্ত্রণেও কলার মোচার বিকল্প নেই।

Image Source: Pixabay

কিডনিতে পাথর জমার সম্ভাবনা কমে যায় মোচা খেলে।