বাঙালি মানেই আড্ডা। আর আড্ডা মানেই চা। আর সেই চায়ের সঙ্গে কিনা বিস্কুট, চিপস ফ্রি। এ আবার হয় নাকি ? চিংড়িঘাটা মোড় থেকে ক্যানাল সাউথ রোড ধরে কয়েক মিনিট হাঁটা। 'আড্ডার টানে' দোকানের গায়ের ক্যাপশন পড়লে আপনাকে থমকে দাঁড়াতেই হবে। চায়ের সঙ্গে বিস্কুট ফ্রিতেই চমক শেষ নয়। বড় ভাঁড়ের চা কিনলে সঙ্গে বিনামূল্যে চিপস্ দেবার অঙ্গীকার করেছেন বিক্রেতা। অর্থাৎ আপনি চা কিনবেন আর প্লেটের পাশে আপনি চলে আসবে বিস্কুট বা চিপস্। কয়েক ভাঁড় চা নিয়ে অনেকটা আড্ডা দেওয়ায় আপত্তি নেই কর্তৃপক্ষের। চায়ের সঙ্গে সময় কাটাতে দাবা এবং লুডোর ব্যবস্থাও আছে। দোকানের মধ্যেই লাগানো হয়েছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। অভিনব আয়োজনে ভিড় জমছে 'আড্ডার টানে'। (তথ্য ও ছবি- সঞ্চয়ন মিত্র)