রাজপুর সোনারপুর পুরসভার প্রায় প্রতিটি ওয়ার্ডই
ABP Ananda

এখনও কমবেশি জলমগ্ন। একাধিক রাস্তায় প্রায় হাঁটু সমান জল।

রাজপুর সোনারপুর পুরসভার প্রায় প্রতিটি ওয়ার্ডই

অলি গলিতে জল আরও বেশি।

অলি গলিতে জল আরও বেশি।

অনেক বাড়িতে জল ঢুকেছে।

পরিস্থিতি এতটাই খারাপ যে অনেককে

পরিস্থিতি এতটাই খারাপ যে অনেককে

বাডি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে

ABP Ananda
পুরসভা সূত্রে দাবি, পাম্প চালিয়ে জল সরানোর কাজ চলছে।

পুরসভা সূত্রে দাবি, পাম্প চালিয়ে জল সরানোর কাজ চলছে।

পঞ্চায়েত এলাকাতেও নীচু জমি জলের তলায়।

বেলঘরিয়ার এমবি রোড এখনও জলমগ্ন।

বেলঘরিয়ার এমবি রোড এখনও জলমগ্ন।

দোকান, বাড়িতে জল ঢুকেছে।

উত্তর কলকাতার বিভিন্ন রাস্তায় এখনও জল জমে আছে।

উত্তর কলকাতার বিভিন্ন রাস্তায় এখনও জল জমে আছে।

সিঁথির মোড় থেকে ডানলপগামী বিটি রোডের বড় অংশ এখনও জলমগ্ন।

সল্টলেকের সেক্টর ফাইভে বিভিন্ন জায়গা এখনও জলমগ্ন।

সল্টলেকের সেক্টর ফাইভে বিভিন্ন জায়গা এখনও জলমগ্ন।

কোথাও কোথাও হাঁটু সমান জল।

খিদিরপুরে কলকাতা পুরসভার ৭৭ নম্বর ওয়ার্ডের

খিদিরপুরে কলকাতা পুরসভার ৭৭ নম্বর ওয়ার্ডের

জলমগ্ন এলাকা ঘুরে দেখলেন ফিরহাদ হাকিম।

আজও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে