দীর্ঘ বেশ কয়েক বছর পরে কুলের 'আচার' ছবির হাত ধরে বড়পর্দায় ফিরলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। ছবি প্রিমিয়ারে উপস্থিত ছিলেন টলিউডের অন্যধারার ছবির পরিচালক মৈনাক ভৌমিক। সাদা-নীল পোশাকে প্রিমিয়ারে হাজির ছিলেন টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মৈনাকের সঙ্গে একফ্রেমে ধরা দিলেন তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবির নায়িকা সৌরসেনী মৈত্র। সাদা গাউনে প্রিমিয়ারে নজর কাড়লেন সন্দীপ্তা সেন। সাদা পাঞ্জাবিতে প্রিমিয়ারে হাজির হয়েছিলেন পর্দার ব্যোমকেশ অর্থাৎ আবির চট্টোপাধ্যায়। কালো পোশাকে নজর কাড়ছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ছবিতে গূরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন নীল সুজন। প্রিমিয়ারে হাজির ছিলেন তিনিও। অবশ্যই সাজা কালো পোশাকে প্রিমিয়ারে নজর কাড়লেন ছবির নায়িকা মধুমিতা সরকার।