Image Source: কিরেণ রিজিজুর ইনস্টাগ্রাম

কেন্দ্রীয় আইনমন্ত্রীর কীর্তিতে ফের শোরগোল সোশ্যাল মিডিয়া।

Image Source: কিরেণ রিজিজুর ইনস্টাগ্রাম

'বটল ক্যাম্প চ্যালেঞ্জ' নিয়ে তোলপাড় ফেলে দিয়েছেন কিরেণ রিজিজু।

Image Source: কিরেণ রিজিজুর ইনস্টাগ্রাম

আগেও একবার একই চ্যালেঞ্জ নিতে দেখা গিয়েছে তাঁকে।

Image Source: কিরেণ রিজিজুর ইনস্টাগ্রাম

২০১৯ সালে যখন 'বটল ক্যাপ চ্যালেঞ্জ' ট্রেন্ডিং, তখনও সেই ভিডিও করে তাক লাগিয়েছিলেন রিজিজু।

Image Source: কিরেণ রিজিজুর ইনস্টাগ্রাম

ফের একই কীর্তি! ফারাক একটাই। আগের বার ছিল প্লাস্টিকের বোতল, এবার কাচের বোতল।

Image Source: কিরেণ রিজিজুর ইনস্টাগ্রাম

ফিটনেট নিয়ে বরাবর সচেতন কেন্দ্রীয় আইনমন্ত্রী।

Image Source: কিরেণ রিজিজুর ইনস্টাগ্রাম

বিশ্ব যোগ দিবসেও যোগাভ্যাসের ছবি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

Image Source: কিরেণ রিজিজুর ইনস্টাগ্রাম

হালে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক উপলক্ষ্যে হায়দরাবাদে গিয়েছিলেন। ছবি দেন সেখান থেকেও।

Image Source: কিরেণ রিজিজুর ইনস্টাগ্রাম

হায়দরাবাদি ঘরানার রান্নার ভূয়সী প্রশংসা শোনা যায় তাঁর মুখে।

Image Source: কিরেণ রিজিজুর ইনস্টাগ্রাম

তবে দ্বিতীয় বার বটল ক্যাপ চ্যালেঞ্জের ভিডিও ফের আলোড়ন ফেলেছে ইনস্টাগ্রামে।