অলিভ ওয়েল হার্টের পক্ষে ভাল

Published by: ABP Ananda

ভিটামিন E যুক্ত অলিভ ওয়েল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে

Published by: ABP Ananda

অ্যাভোকাডোর পাশাপাশি অ্যাভোকাডো তেলেও আছে একাধিক গুণ

Published by: ABP Ananda

রক্তচাপ নিয়ন্ত্রণ এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে অ্যাভোকাডো



তিলের তেল দিয়ে রান্না করতে পারেন



তিলের তেলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, লাগাতার এই তেলে রান্না করতে রক্তে শর্করার মাত্রা কমে



কাঠবাদামের তেল হার্ট ভাল রাখে



যে কোনও ভাজা করতে গেলে এই তেল ব্যবহার করা যায়, রিফাইন করা তেল অনেকদিন পর্যন্ত রাখা যায়



সোয়াবিনের তেল দিয়ে নিয়মিত রান্না করা যায়

Published by: ABP Ananda

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত এই তেল স্ন্যাকস, স্যালাড তৈরিতে সাহায্য করে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda