গরম বাড়তেই হু হু করে বাড়ছে এসির চাহিদা। আপনি ও কি এসি লাগাবেন ভাবছেন ? ইনভার্টার নাকি সাধারণ কোন এসি কিনলে বাঁচবে খরচ ? ইনভার্টার এসি সাধারণ অন-অফ মেকানিজমে চলে না। ঘরের তাপমাত্রা অনুযায়ী কুলিং নিয়ন্ত্রণ করে ইনভার্টার এসি। সাধারণ এসি ঘর ঠান্ডা হওয়ার পর বন্ধ হয়ে যায়। ইনভার্টার এসি এক তাপমাত্রা বজায় রাখতে পারে। সাধারণ এসি বারবার বন্ধ করতে হয়, চালু করতে হয়/ ইনভার্টার এসি কিনতে বেশি খরচ হলেও বিদ্যুতের বিল কম আসবে। কিন্তু সাধারণ এসি সস্তায় মিললেও বিদ্যুৎ খরচ বেশি হবে।