অফিসে জুতো মোজা পরতেই হয়, কিন্তু গরমে উপায় ?



পায়ের উপর মোজা পরলে পা ঘামে খুব বেশি।



ঘাম কমাতে অনেকে পায়ে পাউডার মেখে মোজা পড়েন।



পায়ে পাউডার মেখে মোজা পরলে তা আরাম দেয়।



পায়ে ফোসকা বা চুলকানি হওয়া থেকে আটকায় এই পাউডার।



গরমে মোজা পরলে পায়ে ব্রণ হয় না পাউডার লাগালে।



জুতো খুললে পায়ের দুর্গন্ধ ছড়ায় বাতাসে। এরও সমাধান আছে।



পায়ে পাউডার মাখলে আর এই দুর্গন্ধ পাওয়া যাবে না।



তবে কিছুক্ষেত্রে পাউডারের জন্য অ্যালার্জি দেখা দিতে পারে।



পাউডারের জন্য আবার অনেকের সংক্রমণও ঘটতে পারে।