ব্রনর সমস্যা কমাতে চাইলে খেতে হবে বিভিন্ন ধরনের প্রোবায়োটিকস খাবার। এই তালিকায় রাখতে পারেন ইয়োগার্ট এবং কিমচি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

প্রোবায়োটিকস হিসেবে খেতে পারেন বিভিন্ন ধরনের ফার্মেন্টেড খাবার। এগুলি অন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে। শরীর থেকে বের করে দেয় যাবতীয় দূষিত পদার্থ।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ত্বকে ব্রনর সমস্যা দূর করতে চাইলে নিয়মিত খেতে পারেন অ্যান্টিঅক্সিডেন্টস সমৃদ্ধ গ্রিন টি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

গ্রিন টি- এর মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান যা ত্বকের যাবতীয় অস্বস্তি, জ্বালা, র‍্যাশ, চুলকানি কমাতে সাহায্য করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ব্রনর সমস্যা এড়াতে চাইলে বিভিন্ন ধরনের সবুজ রঙের শাকপাতা রাখতে হবে মেনুতে। এই তালিকায় রাখতে পারেন কালে- একপ্রকার শাক।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এছাড়াও খেতে পারেন পালংশাক। এইসব শাকে রয়েছে ভিটামিন এ, সি, ই। এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বিভিন্ন ধরনের জামজাতীয় ফল ত্বকের স্বাস্থ্যের পক্ষে ভাল। ব্লুবেরি, স্ট্রবেরি, র‍্যাসপবেরি- সবই খেতে পারেন আপনি। দূর হবে ব্রনর সমস্যা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এইসব জামজাতীয় ফল অক্সিডেটিভ স্ট্রেস এবং ইনফ্লেমেশন কমায়। তার ফলে ত্বকে চট করে ব্রন দেখা যায় না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বিভিন্ন ধরনের বাদাম, ড্রাই ফ্রুটস এবং বীজ জাতীয় খাবার ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারি। এগুলি খেলে ব্রনর সমস্যা এড়াতে পারবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমন্ড, আখরোট, ফ্ল্যাক্সসিড খেতে পারেন। এগুলি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত। ত্বকের ইনফ্লেমেশন কমায়। ত্বক আর্দ্র রাখতেও সাহায্য করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels