স্যালাডে নুন মিশিয়ে খাওয়া ভাল ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

স্যালাডের মধ্যে নুন মিশিয়ে খেলে অনেক সমস্যা হতে পারে।

Image Source: Freepik

স্যালাডে নুন দিলে রক্তে বাড়তে পারে সোডিয়ামের মাত্রা।

Image Source: Freepik

এতে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে।

Image Source: Freepik

এর কারণে ঘাম দিতে পারে, মাথাও ঘোরাতে পারে।

Image Source: Freepik

শরীরে ক্যালশিয়ামের মাত্রা কম হয়ে যায় নুন খেলে।

Image Source: Freepik

ফলে অল্পেই শরীর দূর্বল হয়ে পড়ে।

Image Source: Freepik

স্যালাডে নুন মেশালে হজমের উৎসেচক ক্ষতিগ্রস্ত হয়।

Image Source: Freepik

অনেক ধীরে খাবার হজম হয় এর কারণে।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik