ঠান্ডায় পা ফাটা অতি সাধারণ বিষয়, তাই শিয়া বাটার যুক্ত ক্রিম ব্যবহার করতে হবে
Published by: ABP Ananda
December 24, 2024
ঠান্ডায় খালি পায়ে থাকলে সমস্যা হয়, তাই জড়তা কাটাতে মাসাজ করতে হবে নিয়মিত
Published by: ABP Ananda
December 24, 2024
ঠান্ডার হাত থেকে বাঁচতে পা ঢাকা, ওয়াটার প্রুফ জুতো পরতে হবে
Published by: ABP Ananda
December 24, 2024
প্রতিদিন নুন দিয়ে গরম জলে পা ভিজিয়ে রাখতে হবে
Published by: ABP Ananda
December 24, 2024
মৃত কোষ দূর করতে নির্দিষ্ট সময় অন্তর ফুট স্ক্রাবার ব্যবহার করতে হবে
Published by: ABP Ananda
December 24, 2024
খেয়াল রাখতে পা যেন শুকনো থাকে, ভেজা পায়ে মোজা পরা কখনই না
Published by: ABP Ananda
December 24, 2024
পায়ের পাতার সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হবে নখও, নিয়মিত কাটতেও হবে
Published by: ABP Ananda
December 24, 2024
পা ফেটেছে কিনা তা নজরে রাখতে হবে, যদি ফাটে তাহলে ক্রিম, তেল লাগাতে হবে
Published by: ABP Ananda
December 24, 2024
ঠান্ডায় বাইরে বেরোলে সুতির বা উলের মোটা মোজা পরতে হবে
Published by: ABP Ananda
December 24, 2024
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।