বদহজমের ক্ষেত্রে কী ধরনের খাবার খাচ্ছেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই দৈনন্দিন রুটিনের প্রভাবও পড়ে

Published by: ABP Ananda

বদহজমের সমস্যা দূর করতে হালকা খাবার খেতে হবে রাতে, খাওয়াদাওয়ার পর ১০ থেকে ১৫ মিনিট হাঁটতে হবে

Published by: ABP Ananda

রাতে খাওয়ার পর গরম জল পান করতে হবে, এর ফলে হজম ক্ষমতা বাড়ে

Published by: ABP Ananda

গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে স্নায়ুতন্ত্র, পেটের টান কমার পথ সহজ হয়, ফলে বদহজম দূর হয়

Published by: ABP Ananda

খাওয়াদাওয়ার পর অন্তত কমপক্ষে ৩০ মিনিটের জন্য সোজা হয়ে বসুন

Published by: ABP Ananda

খেয়েই ঘুমিয়ে পড়বেন না, অন্তত ২ ঘণ্টা অপেক্ষা করতে হবে, ঘুমের সময় এমন রাখতে হবে সাতে ৮-৯ ঘণ্টা ঘুমানো যায়

Published by: ABP Ananda

হজমে সাহায্য করার জন্য হালকা স্ট্রেচিং করুন, ফলে হজমের পথ সহজ হবে

Published by: ABP Ananda

পুদিনা, আদা, ক্যামোমাইল, মৌরি পেটের স্বাস্থ্য ঠিক রাখে, তাই রাতে খাওয়াদাওয়ার পর চা খাওয়া যায়

Published by: ABP Ananda

যা যা খাবেন তা তৃপ্তি করে খাবেন, পাশাপাশি রাতে অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমাতে হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda