কথায় বলে 'মেয়েরা ২০-তেই বুড়ি,' তবে ২০ পেরোলে নয় যে কোনও সময়ই ত্বক ভাল রাখতে হবে

Published by: ABP Ananda

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে থাকে, তাই বিশেষত ৩০ বছরের পর একটু বেশি খেয়াল রাখতে হয়

Published by: ABP Ananda

প্রতিদিন বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হয়, ত্বক নিয়মিত ব্যবহার করতে হয় কিছু জিনিস

Published by: ABP Ananda

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই মুখ পরিষ্কার করে সান স্ক্রিন মেখে নিতে হবে

Published by: ABP Ananda

ঘরের ভেতরেও মাখতে হবে, অতিবেগুনি রশ্মি এবং নীল আলো কোলাজেনকে নষ্ট করে এবং বলিরেখা বাড়ায়

Published by: ABP Ananda

ত্বক শুষ্ক এবং কোনও প্রদাহ থাকলে তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে, তাই সবসময় হাইড্রেট রাখতে হবে

Published by: ABP Ananda

স্ট্রেস, দূষণ এবং বদভ্যাসের ছাপ পড়ে মুখেও, অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার খেতে এবং জিনিস ব্যবহার করতে হবে

Published by: ABP Ananda

ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতে নিয়মিত ত্বকের পরিচর্যা করতে হবে

Published by: ABP Ananda

জাঙ্ক ফুড, বাইরের খাবার এড়িয়ে চলতে হবে, বদলে প্রচুর শাক, সবজি ও ফল খেতে হবে নিয়মিত

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda