প্রতিদিন স্ক্যাল্প পরিষ্কার করলে মৃত কোষ নির্মূল হয়, উঠে যায় শুকনো চামড়া, ফলে খুশকির আশঙ্কা কমে

Published by: ABP Ananda

অপরিষ্কার স্ক্যাল্প দ্রুত তেল, নোংরা শুষে নিতে পারে, তা থেকে দুর্গন্ধও বেরোয়

Published by: ABP Ananda

নোংরা জমে ফলিকল আটকে থাকলে নতুন চুল গজায় না এবং চুল পড়ার আশঙ্কাও বাড়ে

Published by: ABP Ananda

অপরিষ্কার স্ক্যাল্পে দ্রুত ব্যাক্টেরিয়া এবং ফাঙ্গাসের সংক্রমণ হতে পারে, নিয়মিত পরিষ্কার করলে এই আশঙ্কা থাকে না

Published by: ABP Ananda

নোংরা এবং তেল একসঙ্গে হয়ে প্রভাব পড়ে চুলের উপরও, বারবার জট পাকিয়ে যায়

Published by: ABP Ananda

স্ক্যাল্প নোংরা হলে, হতে পারে উকুনও। প্রতিদিন পরিষ্কারে স্ক্যাল্প তো বটেই চুলও থাকে স্বাস্থ্যোজ্জ্বল

Published by: ABP Ananda

স্ক্যাল্প পরিষ্কার না করলে তৈলাক্ত হয়ে যায়, নিয়মিত পরিষ্কারে এই আশঙ্কা থাকে না

Published by: ABP Ananda

তেল এবং নোংরা জমা থেকে চুল ছিঁড়েও যায়

Published by: ABP Ananda

অপরিষ্কার স্ক্যাল্পে নোংরা জমে ফাঙ্গাস সংক্রমণ হয়, নিয়মিত পরিষ্কারে এই ধরনের আশঙ্কাও দূর হয়

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda