শীতে কোন খাবার সবথেকে বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে শরীরে ? ঠান্ডায় রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত রাখার প্রয়োজন পড়ে চলুন জেনে নেওয়া যাক, শীতে শরীরের জন্য সবথেকে ভালো ইমিউনিটি বুস্টার কী ? শীতে আমলাকে সবথেকে বড় ইমিউনিটি বুস্টার বলে মনে করা হয় ভিটামিন সি-তে ভরপুর এই ফল। যা ইমিউনিটি সিস্টেমকে মজবুত বানায় এতে শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। যা শরীর থেকে ফ্রি ব়্যাডিকেলকে কম করে শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরকে নানা রোগ থেকে বাঁচাতে সাহায্য করে আমলা জ্বর-সর্দি এবং গলার খুসখুসে ভাব ঠিক করতে সাহায্য করে শরীরকে ডিটক্স করে এবং পাচনতন্ত্রকে মজবুত করে ডিসক্লেমার : এনিয়ে সঠিক তথ্যের জন্য প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন