একঘেয়ে ওয়ার্ক আউট রুটিন বাদ দিয়ে শরীর-স্বাস্থ্য ভাল রাখতে জুম্বা করতে পারেন। গানের তালে দ্রুত গতিতে শরীর নড়াচড়া করে জুম্বার ফলে।



জুম্বা করলে সারা শরীরে ভালভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পন্ন হয়। সুগঠিত হয় পেশী। আর ভরপুর এনার্জি পাবেন আপনি।



জুম্বা করলে ভাল থাকবে আপনার মানসিক স্বাস্থ্যও। দূর হবে অতিরিক্ত স্ট্রেস। তাই নিয়ম করে জুম্বা ক্লাসে যাওয়ার চেষ্টা করুন।



জুম্বা করলে সেরোটোনিন বা ফিল গুড হরমোনের ক্ষরণ বেশি হয়। তার ফলে মন-মেজাজ ভাল থাকবে আপনার।



নিয়মিত জুম্বার অভ্যাস থাকলে আপনার সারা শরীরে অক্সিজেন সরবরাহ সঠিক ভাবে সম্পন্ন হয়। তার ফলে ভাল থাকে ধমনীগুলি।



জুম্বা নিয়মিত ভাবে করতে পারলে রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। উচ্চ রক্তচাপের সমস্যা হয় না।



জুম্বা করলে সহজে ক্যালোরি বার্ন করা সম্ভব। আর শরীরচর্চা করে বিরক্তি বা একঘেয়ে লাগবে না। গানের তালে ওয়ার্ক আউটে মজাই পাবেন।



জুম্বা করলে কিছুটা কার্ডিও ওয়ার্ক আউট করা হয়। হার্টবিট বাড়তে পারে। পেশীর কোষগুলিও সক্রিয় থাকবে। তার ফলে সহজে ক্যালোরি কমবে।



জুম্বা করার সময় হাত, পা বিভিন্ন ভাবে নাড়াচাড়া করতে হয়। নিয়মিত জুম্বার অভ্যাস থাকলে হাত-পায়ের জড়তা, অসাড় ভাব কেটে যাবে।



যাঁদের কাছে রোজ শরীর চর্চা করা ভীষণ বিরক্তিকর একটা বিষয় তাঁরা সব বাদ দিয়ে রোজ জুম্বা করুন। উপকার পাবেন নিঃসন্দেহে।