বয়স ৩০ পেরোলে
ABP Ananda

বয়স ৩০ পেরোলে
ডায়েট হতে হবে সঠিক


পাতে কী খাবার রাখবেন
ABP Ananda

পাতে কী খাবার রাখবেন
জেনে রাখা ভাল


জলের কোনও বিকল্প
ABP Ananda

জলের কোনও বিকল্প
নেই বলে জেনে রাখুন


অন্তত ৩ লিটার জলপানে ভাল
ABP Ananda

অন্তত ৩ লিটার জলপানে ভাল
ত্বক, হজমক্ষমতা, এনার্জি পাবেন


ABP Ananda

রোজ পাতে থাক ডিম, মাছ,
মাংস, দুগ্ধপণ্যের অন্তত একটি


ABP Ananda

পর্যাপ্ত প্রোটিন শরীরে গেলে
পেশি একেবারে ঠিক থাকবে


ABP Ananda

রোজ অবশ্যই ফল খান,
ফাইবারের জোগান অব্যাহত রাখুন


ABP Ananda

এতে সুগার ছুঁতে পারবে না আপনাকে,
মেটাবলিজমও নিয়ন্ত্রণে থাকবে


ABP Ananda

যতটা পারবেন প্রসেসড
ফুড এড়িয়ে চলুন


ABP Ananda

সবুজ শাক-সবজি খান,
আয়রনের জোগান দিন শরীরকে
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।