রোজ আপেল খেলে বাড়বে ওজন ?

Image Source: Freepik

আপেল খেতে কার না পছন্দ, স্বাস্থ্যের জন্যও ভাল।

Image Source: Freepik

আপেল রোজ একটি করে খেলে রোগ পালাবে দূরে।

Image Source: Freepik

এতে ভরপুর মাত্রায় পুষ্টিগুণ রয়েছে।

Image Source: Freepik

কিন্তু অনেকে বলেন আপেল খেলে ওজন বেড়ে যায়।

Image Source: Freepik

বেশিমাত্রায় আপেল খাওয়া হলে আপনার ওজন বাড়তে পারে।

Image Source: Freepik

এতে ক্যালরির মাত্রা আলাদা আলাদা থাকে।

Image Source: Freepik

আপেলের অ্যান্টি অক্সিড্যান্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

Image Source: Freepik

তবে রোজ আপেল খেলে শরীরচর্চা না করলে ওজন বাড়তে পারে।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik