যত্র আয় আজকাল
তত্র ব্যয় আমাদের


ফলে সঞ্চয় আর হয়ে
ওঠে না সেভাবে


কিন্তু ভবিষ্যতের কথা
ভাবা অত্যন্ত প্রয়োজন


তাই অল্প করে হলেও
সঞ্চয় করতে হবে এখন থেকেই


২ মাসে ৫০০০, বা ৬ মাসে
১৫ হাজার জমানোর লক্ষ্য নিন প্রথমে


আয় এবং ব্যয়ের হিসেব রাখুন,
কোথায় বেশি খরচ দেখুন


সেই মতো ৫০-৩০-২০
অনুপাতে বানান বাজেট


আয়ের ৫০ শতাংশ প্রয়োজনীয়
খরচ হোক, অন্য খাতে ৩০ শতাংশ


আয়ের ২০ শতাংশ কিন্তু
সঞ্চয় করতেই হবে


অপ্রয়োজনীয় খরচে রাশ
টানা অত্যন্ত জরুরি


এমন খাতে বিনিয়োগ করুন, যাতে
আপনা থেকেই টাকা কেটে যায়


জরুরি ফান্ড তৈরি করুন,
যাতে ৩-৬ মাসের খরচ জমা থাক


কঠিন সময়ে এই
জরুরি ফান্ড কাজে লাগবে


যতদূর সম্ভব ঋণ এড়িয়ে চলুন,
ক্রেডিট কার্ড ব্যবহার না করাই ভাল


সঠিক পথে এগোচ্ছেন কি না
কয়েক মাস অন্তর পর্যালোচনা করুন
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।