তুলসি পাতা খেলে সর্দি-কাশির সমস্যা দ্রুত কমে, একথা সকলেরই জানা। তবে এই পাতা যে ত্বকের হারানো জেল্লা ফেরাতে পারে তা হয়তো অনেকেই জানেন না।



তুলসি পাতার সঙ্গে মধু মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করুন কয়েকদিন। ফল পাবেন হাতেনাতে। আর্দ্র এবং মোলায়েম থাকবে ত্বক।



তুলসি পাতা বেটে নিয়ে তার সঙ্গে মধু মিশিয়ে তৈরি করতে হবে এই ঘরোয়া ফেসপ্যাক। ১৫-২০ মিনিট মুখে লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।



তুলসি পাতার গুঁড়ো আজকাল বাজারে কিনতে পাওয়া যায়। ফেসপ্যাক তৈরির ক্ষেত্রে এই গুঁড়োও ব্যবহার করতে পারেন।



তুলসি পাতা বেটে বা তুলসি পাতার গুঁড়োর সঙ্গে ইয়োগার্ট বা টকদই মিশিয়েও তৈরি করে নিতে পারেন ঘরোয়া ফেসপ্যাক।



তুলসি এবং ইয়োগার্টের এই ফেসপ্যাক স্নানের আগে কয়েকদিন ত্বকে ব্যবহার করলে দূর হবে কালচে দাগছোপ, ফিরবে জেল্লা।



তুলসি পাতা ভাল করে বেটে নিন। তার মধ্যে মিশিয়ে নিন কিছুটা পাতিলেবুর রস। এই মিশ্রণ দ্রুত ত্বকের উজ্জ্বলতা ফেরাবে, কালচে দাগছোপ দূর করবে।



অ্যালোভেরা জেল ত্বকের জন্য দারুণ উপকারী একটি উপকরণ তা প্রায় সকলেই জানেন। এর সঙ্গে মিশিয়ে নিন তুলসি পাতা বাটা বা তুলসি পাতার গুঁড়ো।



তুলসি পাতা দিয়ে ফেসপ্যাক বানানোর পাশাপাশি বাড়িতে খুব সহজে তৈরি করে রাখতে পারেন তুলসি টোনার।



এক কাপ জলে কয়েকটা তুলসি পাতা দিয়ে ফুটিয়ে নিন ভাল করে। ঠান্ডা হলে স্প্রে বোতলে ঢেলে নিন। পরে টোনার হিসেবে ব্যবহার করুন।