চুল ভাল রাখতে রোজ শ্যাম্পু করছেন ? চুল পড়া কি বাড়বে এতে ? সপ্তাহে ৪-৫ দিন শ্যাম্পু করলে চুলের ভাল হয় কি ? চুলে ময়লা জমলে তা রুক্ষ হয় বেশি। ময়লা দূর করতে শ্যাম্পু করা দরকার হয়। যাদের ঘাম হয় বেশি, চুল তৈলাক্ত তাদের রোজ শ্যাম্পু করা দরকার। তবে কেমন চুল, তাঁর উপর শ্যাম্পুর প্রকৃতিও নির্ভর করে। সব ধরনের শ্যাম্পু সব চুলে লাগানো যায় না। শুষ্ক রুক্ষ চুলে রোজ শ্যাম্পু করলে সমস্যা বাড়বে। পাতলা চুল থাকলে একদিন অন্তর শ্যাম্পু করা দরকার। ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।