মাইক্রোওয়েভ সহজ
করে দিয়েছে জীবনকে


কিন্তু ভুলেও এই সব
জিনিস ঢোকাবেন না


বাসি আলু কখনও
গরম করতে যাবেন না


খেতেও ভাল লাগবে না,
ব্যাকটিরিয়া থাকতে পারে


সেদ্ধ ডিম খোসা সমেত
মাইক্রোওয়েভে গরম করবেন না


ধোঁয়া থেকে বিস্ফোরণ
ঘটার ঝুঁকি থাকে


টোম্যাটো সস মইক্রোওয়েভে
না রাখাই শ্রেয়


ছড়িয়ে ছিটিয়ে
একাকার হতে পারে


অ্যালুমিনিয়াম ফয়েল সমেত
কিছু না ঢোকানোই ভাল


আগুন ধরে যেতে পারে,
ক্ষতি হতে পারে বড়


কাঁচালঙ্কা যদি
মাইক্রোওয়েভে ঢোকান


তার ঝাঁঝ ছড়িয়ে
চোখমুখ জ্বালা করতে পারে


প্লাস্টিকের কৌটো সমেত
খাবার মাইক্রোওয়েভে রাখবেন না


এতে ক্ষতিকর রাসায়নিক
খাবারেও মিশতে পারে


ধাতব বাসনও না
ঢোকানোই ভাল


বিদ্যুৎ সঞ্চালিত হয়ে
মারাত্মক বিপদ ঘটতে পারে


ফ্রোজেন মাংস যদি
মাইক্রোওয়েভে ঢোকান


তা ভাল ভাবে রান্না হবে না,
ফুড পয়জনিং হতে পারে
এব্যাপারে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন