এই অভ্যাস অজান্তেই খারাপ করছে লিভার

Published by: ABP Ananda
Image Source: Pixabay

আপনারও যদি এই অভ্যাস থাকে, দ্রুত খারাপ হবে লিভার।

Image Source: Pixabay

মেরুদণ্ডী প্রাণীদের শরীরেই দেখা যায় লিভার।

Image Source: Pixabay

আমাদের রুটিন এখন বেশ খানিকটা বদলে গিয়েছে।

Image Source: Pixabay

জমিয়ে ফাস্ট ফুড খেতে পছন্দ করি আমরা।

Image Source: Pixabay

আর এই ফাস্টফুডে বেশিরভাগ ক্ষেত্রেই ময়দার ব্যবহার হয়।

Image Source: Pixabay

আবার অনেকের মদ্যপানের অভ্যাসও রয়েছে।

Image Source: Pixabay

আর এতেই সবথেকে বেশি ক্ষতি হয় লিভারের।

Image Source: Pixabay

লিভারে অতিরিক্ত অ্যাসিড ক্ষরণ হয় যা লিভারকে আদপে ঝাঁঝরা করে দেয়।

Image Source: Pixabay