শরীর যখন পিউরিন নামক রাসায়নিক ভেঙে ফেলে, তখন বর্জ্য পদা্থ ইউরিক অ্যাসিড তৈরি হয়

বেশিরভাগ ইউরিক অ্যাসিড রক্তে দ্রবীভূত হয় এবং কিডনিতে চলে যায়। তারপর প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়

ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে গাঁটে ব্যথা, কিডনির রোগ-সহ নানা স্বাস্থ্য সমস্যা হতে পারে

এই পরিস্থিতিতে অনেক সময় ডাক্তাররা কিছু ফল খেতে বারণ করেন

ইউরিক অ্যাসিডের রোগীদের মূলত বেশি পরিমাণে ফ্রুক্টোজ থাকা ফল এড়াতে হবে

ইউরিক অ্যাসিডের সমস্যায় আপেল খাওয়া যাবে না

আঙুর খাওয়া যাবে না

নাসপাতিতে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ পাওয়া যায়

তাই, ইউরিক অ্যাসিডের রোগীদের নাসপাতি খাওয়া যাবে না

ইউরিক অ্যাসিডের সমস্যায় চিকু ফলও খাওয়া যাবে না। (ডিসক্লেমার : এনিয়ে সঠিক তথ্য জানতে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন)