শুধু পরিচ্ছন্নতার অভাব নয়, একাধিক ভিটামিনের কারণ ও হতে পারে মুখের দুর্গন্ধের কারণ!

Published by: ABP Ananda
Image Source: pexels

অনেকেই এমন রয়েছেন, যাঁরা রোজ মুখ নিয়মমাফিক পরিস্কার করেন, তবুও মুখের দুর্গন্ধ দূর হয় না।

Image Source: pexels

অনেক সময়ে মুখ শুকনো হয়ে গেলেও তা দুর্গন্ধের কারণ হতে পারে। স্যালাইভাতে যে ব্যাকটেরিয়া থাকে তা মুখে দুর্গন্ধ হতে দেয় না।

Image Source: pexels

অনেক সময়ে, পিঁয়াজ, রসুন, কফি বা যে কোনও ধরনের মদ খেলে অনেক সময় মুখে দুর্গন্ধ হতে পারে।

Image Source: pexels

অনেক সময়ে ধূমপান করা বা তামাক চিবনোর কারণেও মুখে দুর্গন্ধ হতে পারে।

Image Source: pexels

অনেক সময়ে খাবার পরে সঠিকভাবে মুখ পরিস্কার না করলে খাদ্যের অংশ মুখে রয়ে যায়। এর ফলে দুর্গন্ধ হতে পারে।

Image Source: pexels

অনেক সময়, শরীরে ভিটামিন ডি-এর অভাব থাকলেও মুখে দুর্গন্ধ হতে পারে। এই কথা জানেন না অনেকেই।

Image Source: pexels

অনেক সময়ে ভিটামিন সি-এর ঘাটতি থাকলেও মুখে দুর্গন্ধ হতে পারে।

Image Source: pexels

ভিটামিন সি এর অভাবে মাড়ি ফুলে যায় এবং মুখের টিস্যু দুর্বল হতে শুরু করে।

Image Source: pexels

এছাড়াও শরীরে ভিটামিন বি আর জিঙ্কের অভাব থাকলে মুখে দুর্গন্ধ হতে পারে।

Image Source: pexels