LDL অর্থাৎ খারাপ কোলেস্টেরল বৃদ্ধির ফলে বাড়ে হার্ট অ্যাটাক, ব্লকেজ, স্ট্রোকের ঝুঁকি।



কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য এর লক্ষণগুলির দিকে লক্ষ্য রাখা প্রয়োজন।



শরীরে কোলেস্টেরল বৃদ্ধি পেলে কোন অংশে ব্যথা হয়?



কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে পায়ে ব্যথা এবং খিঁচুনির সমস্যা দেখা দিতে পারে।



ব্যথা বা চাপ অনুভব করা কোলেস্টেরলের প্রধান এবং গুরুতর লক্ষণ হতে পারে।



কোলেস্টেরল বৃদ্ধির অবস্থায় গলার আশেপাশে ব্যথা হতে পারে।



গলার আশেপাশে বা চোয়াল এবং কাঁধে অস্বাভাবিকভাবে ব্যথা অনুভূত হতে পারে



কোলেস্টেরল বৃদ্ধি পেলে হাত-পায়ে স্তব্ধতা, ঝিমুনি বা ঠান্ডা অনুভূত হতে পারে। 



মাথায় ভারীভাব বা মাথা ঘোরাও কোলেস্টেরলের লক্ষণ হতে পারে।