কোরিয়ানদের মত উজ্জ্বল ত্বক পেতে চাইলে মানতে হবে এই ৫ টিপস।



প্রথমেই একটি অয়েল ক্লিনসার দিয়ে মেকআপ তুলতে হবে এবং তারপরেই জল দিয়ে মুখ ধুতে হবে।



একে বলে ডাবল ক্লিনজিং যা ত্বকের জন্য বেশ উপকারি।



হালকা সিরাম, হাইড্রেটেড টোনার ব্যবহার করে ত্বকের আর্দ্রতা ধরে রাখা যায়।



এতে আরও বেশি উজ্জ্বল দেখায় ত্বক।



কোরিয়ানদের ত্বকের জেল্লার আরও একটি রহস্য হল ফেসিয়াল ম্যাসাজ যা ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়।



তবে ত্বকে কোনও ক্রিম বা লোশন ম্যাসাজ করা ঠিক নয়, আলতো করে 'Tap' করে তা ত্বকে মিশিয়ে দিতে হবে।



ভালভাবে মেশানোর জন্য ছোট স্প্যাচুলাও ব্যবহার করা যেতে পারে।



এছাড়া সপ্তাহে দুবার করে শুষ্ক কোশ দূর করতে ল্যাক্টিক অ্যাসিড জাতীয় ক্রিম ব্যবহার করতে পারেন।