বাড়ির রান্নাঘরে থাকা বিভিন্ন উপকরণ দিয়ে রূপচর্চা করা যায়, এতে পার্লারের খরচ ও সময় দুইই বাঁচে

Published by: ABP Ananda

কফিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে পাশাপাশি ত্বককে এক্সফোলিয়েট করে

Published by: ABP Ananda

বেসন তৈলাক্ত ত্বকের জন্য কার্যকরী। অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং ত্বক থেকে নোংরা তো বটেই টক্সিন বের করতে পারে

Published by: ABP Ananda

অলিভ ওয়েলে রয়েছে ভিটামিন E, এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা অকাল বার্ধক্য রোধ করতে পারে

Published by: ABP Ananda

পেঁপে ত্বক উজ্জ্বল করে, পাপাইন এনজ়াইম ত্বক এক্সফোলিয়েট করে মসৃণ করতে তুলতে পারে

Published by: ABP Ananda

ঘিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্যাটি অ্যাসিড যা ত্বকের দাগ এবং বলিরেখা দূর করে

Published by: ABP Ananda

জিঙ্ক, ল্যাক্টিক অ্যাসিড সমৃদ্ধ দই প্রদাহ দূর করে এবং ত্বক উজ্জ্বল করতে পারে, ব্রণ প্রতিহত করে

Published by: ABP Ananda

নারকেল তেল ত্বক হাইড্রেট রাখে, ত্বকে স্থিতিস্থাপকতা বাড়ানোর সঙ্গে সঙ্গে ময়শ্চারাইজও করে

Published by: ABP Ananda

রোদে পোড়া ত্বক স্বাভাবিক অবস্থায় ফেরাতে কার্যকরী মধু, এতে ত্বক হয় মসৃণ

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda