বর্তমানে যাঁরা স্বাস্থ্য সচেতন, তাঁরা সারা দিনের মধ্যে একবার না একবার খাবারের তালিকায় দই রাখেন। এর গুণাগুণ অনেক

Published by: ABP Ananda
Image Source: Pexels

দইতে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন বি১২ এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে। দই হজমে খুব সাহায্য করে।

Image Source: Pexels

অনেকেই ওজন কমানোর জন্য দই খান। তবে সঠিক নিয়ম মেনে দই খেলে তবেই ফল পাবেন।

Image Source: Pexels

হাই প্রোটিন থাকার ফলে দই খুব তাড়াতাড়ি পেট ভরিয়ে দেয়। এর ফলে এটি ওজন কমাতে সহায়ক।

Image Source: Pexels

দই শরীরের মেটাবলিজেম বাড়ায়, এর ফলে শরীরের পাচনশক্তি বৃদ্ধি পায়। খাবার হজম হয় তাড়াতাড়ি

Image Source: Pexels

যা ফ্যাট বার্ন করে এবং চর্বি কমায়

দই শরীরে জমে থাকা ফ্যাট বার্ন করতে বা পুড়িয়ে ফেলতে সহায়ক। এর ফলে ওজন কমে।

Image Source: Pexels

তবে দইয়ের সঠিক গুণাগুণ পাওয়ার জন্য দই খেতে হয় সকালে, রাতে দই খাওয়া অনুচিত।

Image Source: Pexels

সকালের জলখাবারে যদি দই দিয়ে স্মুদি বানিয়ে খান বা দই ওটস খান, তাহলে সবচেয়ে ভাল ফল পাবেন।

Image Source: Pexels

শরীরচর্চার পরেও দই খেতে পারেন। এতে তাড়াতাড়ি পেশীর শক্তি বাড়ে আর ওজন কমে।

Image Source: Pexels

বাদাম, কাজু এবং অন্যান্য ফলের সাথে ১ বাটি দই খেলে এটা অনেকক্ষণের জন্য পেট ভরিয়ে রাখে। ফলে উল্টোপাল্টা খাওয়ার প্রবণতা কমে

Image Source: Pexels

দই খুবই সাশ্রয়ী। ফলে খুব বেশি খরচ না করে যাঁরা ওজন কমাতে চান, দই তাঁদের জন্য খুব ভাল বিকল্প

Image Source: Pexels