প্রথম ডেটে এই কাজগুলো করা উচিত না

Published by: ABP Ananda
Image Source: pexels

আপনার প্রথম ডেটে কি আপনিও ভুল করেছিলেন?

Image Source: pexels

সাধারণত, লোকেরা প্রথম ডেটকে স্মরণীয় করে তোলার জন্য বাড়াবাড়ি করতে গিয়েই ছোটখাট অনেক ভুল করে থাকেন।

Image Source: pexels

এই ভুলগুলির ফলে প্রথম দর্শনেই কিন্তু তাঁদের ইম্প্রেশন খারাপ হয়ে যেতে পারে।

Image Source: pexels

এক নজরে দেখে নেওয়া যাক প্রথম ডেটে কোন ভুলগুলি করা উচিত নয়।

Image Source: pexels

প্রথম দর্শনে আমাদের সামনের জনকে চেনা, জানা খুব জরুরি।

Image Source: pexels

প্রথম ডেটে অপরজনের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা একেবারেই উচিত না।

Image Source: pexels

অপর ব্যক্তির অতীত সম্পর্কিত প্রশ্ন বিশেষত তাঁদের পূর্ব সম্পর্ক নিয়ে প্রশ্ন তাঁদের অস্বস্তিতে ফেলতে পারে।

Image Source: pexels

প্রথম ডেটে কথা বলাটা খুবই জরুরি, তাই নিজের ফোনে মজে থাকাটা একেবারেই উচিত নয়।

Image Source: pexels

এছাড়াও, প্রথমবার কারও সঙ্গে দেখা হলে শুধু নিজের না বলে, সামনের জনের কথাগুলিকেও গুরুত্ব দিয়ে শোনাটা জরুরি।

Image Source: pexels