দাঁত মাজার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি। নাহলে ক্ষতি হতে পারে আপনার দাঁতের।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চলুন জেনে নেওয়া যাক দাঁত মাজার সময় কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কখনই খুব জোরে ঘষে দাঁত মাজবেন না। এর ফলে দাঁতের মাঝে ফাঁকা তৈরি হতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ব্রাশ দিয়ে খুব জোরে, চেপে, ঘষে দাঁত মাজবেন না। দাঁতের গঠন নষ্ট হতে পারে এর ফলে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দাঁতের পাশাপাশি মাড়ি পরিষ্কার রাখাও জরুরি। তবে মাড়ি কখনই ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দাঁতের মাড়িতে ব্রাশ দিয়ে চাপ দিলে মাড়ির গঠন নষ্ট হতে পারে। কেটে ছরে যেতে পারে। রক্ত পড়তে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অনেকক্ষণ ধরে দাঁত মাজলেই দাঁত পরিষ্কার থাকবে, ভাল থাকবে এমন ধারণা সম্পূর্ণ ঠিক নয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দীর্ঘক্ষণ ধরে দাঁত মাজলে দাঁতের মাঝে ফাঁকা জায়গা তৈরি হতে পারে। দাঁতের গঠন নষ্ট হতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দিনে ২ বার দাঁত মাজার অভ্যাস রাখুন। একবার সকালে ঘুম থেকে উঠে। আরেকবার রাতে ঘুমানোর আগে, অর্থাৎ খাওয়া-দাওয়ার পর।

Published by: ABP Ananda
Image Source: Pexels

উপরের ছোট ছোট নিয়মগুলি মেনে চললেই ভাল থাকবে আপনার দাঁত এবং মাড়ি।

Published by: ABP Ananda
Image Source: Pexels