গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে গিয়েছে? ফের চালু করবেন কীভাবে?

Published by: ABP Ananda
Image Source: pexels

ভারত সরকার এলপিজি গ্যাস সিলিন্ডার পিছু ভর্তুকি দিতে শুরু করেছিল যাতে সাধারণ মানুষের কাছে রান্নার গ্যাস সস্তা হয়

Image Source: pexels

কিন্তু অনেক সময় গ্রাহকদের ভর্তুকি কোনও কোনও কারণে বন্ধ হয়ে যায়

Image Source: pexels

যদি আপনার গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে গিয়ে থাকে তবে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন

Image Source: X

প্রথমত, আপনার এলপিজি এজেন্সির সঙ্গে কথা বলুন এবং ভর্তুকি বন্ধ হওয়ার কারণটি জেনে নিন

Image Source: pexels

নিশ্চিত করুন যে আপনার আধার নম্বরটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সঠিকভাবে যুক্ত আছে

Image Source: pexels

যদি এখনও লিঙ্ক না থাকে, তবে আপনার ব্যাঙ্কের শাখায় গিয়ে আধার লিঙ্ক করান

Image Source: pexels

এর পরে মাই এলপিজি ওয়েবসাইটে লগ ইন করুন, সেখানে ‘চেক পহেল স্ট্যাটাস’ এ ক্লিক করুন

Image Source: pexels

এখানে আপনি দেখতে পারেন যে DBTL স্কিমের সঙ্গে আপনার সংযোগ লিঙ্ক করা আছে কি না

Image Source: pexels

যদি লিঙ্ক না থাকে, তবে ‘জয়েন ডিবিটিএল’ -এ ক্লিক করুন, ফের ভর্তুকি চালু হয়ে যাবে

Image Source: pexels