শুধু খাবার পাতেই নয়,
ত্বকও ভাল রাখে কাঁচা পেঁয়াজ


পেঁয়াজের রস মুখে মাখলে
ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে


ভিটামিন A, C, E, অ্যান্ডিঅক্সিড্যান্ট
বলিরেখা দূর করে


মুখে যদি ছোপ পড়ে,
পেঁয়াজের রস বেছে নিন


হলুদ ও পেঁয়াজের রস
মাখতে পারেন মুখে


বেসন, দুধ ও পেঁয়াজের রসও
নিয়ম করে মাখতে পারেন


ঠোঁট ফাটলে ভিটামিন ই অয়েল ও
পেঁয়াজের রস মিশিয়ে লাগান


একমাস লাগালেই ঠোঁটের
রং পাল্টে যাবে


তবে ত্বক সংবেদনশীল হলে
রোজ পেঁয়াজের রস না মাখাই ভাল


এ ব্যাপারে অবশ্যই
চিকিৎসকের পরামর্শ নিন