শরীরচর্চার অংশ হিসেবে অনেকেই বেছে নেন সাইকেল চালানোকে

Published by: ABP Ananda

অ্যারোবিক এই শরীরচর্চার এই ধরনে, সহজেই নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া যায়

Published by: ABP Ananda

ঘরে হোক বা বাইরে সুবিধা মতো যেখানে হোক ব্যবহার করা যায় সাইকেল

Published by: ABP Ananda

বয়স্কদের জন্যও সাইকেল অত্যন্ত আরামদায়ক, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের পরও ব্যবহার করা যায়

Published by: ABP Ananda

সাইকেল চালানোর অভ্যাসে উদ্বেগ কমাতে পারে, লক্ষ্যে অবিচল থাকতে সাহায্য করে

Published by: ABP Ananda

ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি হতে পারে, এমনকী ক্রোনিক ফুসফুসের রোগের আশঙ্কাও কমায়

Published by: ABP Ananda

মেটাবলিজ়ম বাড়িয়ে ওজন কমাতে পারে, পেশির শক্তি বাড়াতে পারে

Published by: ABP Ananda

নিয়ম করে সাইকেল চালালে নিয়ন্ত্রণে থাকতে পারে রক্তচাপও

Published by: ABP Ananda

হার্টের স্বাস্থ্য ভাল রাখে, কার্ডিওভাসকুলার সমস্যার আশঙ্কা কমায়

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda