শ্বেত রক্তকণিকা বৃ্দ্ধিতে সাহায্য করে তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়

Published by: ABP Ananda

গ্যাস, বুকজ্বালা থেকে মুক্তি দিতে পারে হলুদ, প্রতিদিন এই জল পানে দূর বদহজমের সমস্যাও

Published by: ABP Ananda

প্রদাহ বিরোধী উপাদান মেটাবলিজ়ম বাড়ায় তাতে ওজন কমতে পারে

Published by: ABP Ananda

আর্থারাইটিস সহ একাধিক ব্যথা নিরাময় করতে পারে হলুদ মেশানো জল

Published by: ABP Ananda

লিভার থেকে টক্সিন বের করে হলুদ, পাশাপাশি অন্যান্যও অঙ্গ ঠিক থাকে

Published by: ABP Ananda

ব্রণ, লালভাব, চুলকানির মতো সমস্যা দূর করে হলুদ জল

Published by: ABP Ananda

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে হলুদ, যা ডায়বেটিকদের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন

Published by: ABP Ananda

মস্তিষ্কের স্বাস্থ্যের খেয়াল হলুদ, বয়সজনিত সমস্যার আশঙ্কাও কমায়

Published by: ABP Ananda

কোথাও ব্যথা লাগলে বা কেটে গেলে অ্যান্টিসেপ্টিকের কাজ করতে পারে হলুদ জল

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda