রাতে কোন কোন ফল খাওয়া উচিত নয়, দেখে নিন তার তালিকা। কেন খাবেন না, জেনে নিন সেই কারণও।

Published by: ABP Ananda

সাইট্রাস ফ্রুট অর্থাৎ ভিটামিন সি সমৃদ্ধ কোনও ফল রাতে খাবেন না। এই তালিকায় রাখুন কমলালেবু, গ্রেপফ্রুট, অন্যান্য বিভিন্ন ধরনের লেবু।

Published by: ABP Ananda

রাতে কখনই আনারস খাবেন না। এই ফলের মধ্যে থাকা উপকরণ ব্রোমেলিন আমাদের পাকস্থলীতে অ্যাসিড উৎপন্ন করে।

Published by: ABP Ananda

পাকা পেঁপের মধ্যে রয়েছে ন্যাচারাল সুগার। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ফল খাবেন না। বাড়তে পারে ব্লাড সুগার।

Published by: ABP Ananda

কিশমিশ খাবেন না রাতে। কারণ এই ড্রাই ফ্রুটের মধ্যেও রয়েছে সুগার। অতএব রাতে কিশমিশ খাওয়া উচিত নয়।

Published by: ABP Ananda

রাতে ঘুমোতে যাওয়ার আগে কলা খেলে আপনার ব্লাড সুগারের মাত্রা বাড়তে পারে। অতএব এই ফল রাতে খাওয়া এড়িয়ে চলুন।

Published by: ABP Ananda

ডুমুরের মধ্যে রয়েছে ন্যাচারাল সুগার। এই ফল রাতে খেলে ব্লাড সুগারের মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। তাই রাতে এই ফল খাওয়া চলবে না।

Published by: ABP Ananda

আঙুরের মধ্যেও রয়েছে ন্যাচারাল সুগার। রাতে এই ফল খেলেও বাড়তে পারে আপনার ব্লাড সুগারের মাত্রা।

Published by: ABP Ananda

রাতে ঘুমোতে যাওয়ার আগে আম খেলে রাতে ঘুম নষ্ট হতে পারে। তাই রাতে আম খাওয়া এড়িয়ে চলুন।

Published by: ABP Ananda

তরমুজ রাতে খাওয়া চলবে না। এই ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জলীয় উপকরণ। তাই রাতে তরমুজ খেলে বারবার বাথরুমে যেতে হতে পারে আপনাকে।

Published by: ABP Ananda