রোজ লবঙ্গ খাওয়ার অভ্যাস করুন অল্প করে, রয়েছে এক গুচ্ছ উপকার!

Published by: ABP Ananda

লবঙ্গের মধ্যে এমন অনেক গুণ থাকে যা আমরা জানতেও পারি না। নিয়মিত লবঙ্গ খেলে শরীরে একাধিক পরিবর্তন দেখা যায়

Published by: ABP Ananda

লবঙ্গর স্বাদ একটু তীক্ষ্ণ হলেও এর একাধিক গুণ রয়েছে। জেনে নেওয়া যাক, কী কী শারীরিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে লবঙ্গ

Published by: ABP Ananda

লবঙ্গ ও লবঙ্গের তেল দাঁতের ব্যথা থেকে তাৎক্ষণিক আরাম দিতে পারে।

Published by: ABP Ananda

রোজ খাওয়ার পরে একটি করে লবঙ্গ হজম ক্ষমতা উন্নত করতে সাহায্য করে।

Published by: ABP Ananda

শুকনো কাশি হলে, মুখে একটা লবঙ্গ রাখলে উপকার মেলে, কাশির দমক অনেকটাই কমে আসে।

Published by: ABP Ananda

নিয়মিত একটি করে লবঙ্গ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সর্দি-কাশি কম হয়।

Published by: ABP Ananda

নিয়মিত ১-২টি লবঙ্গ ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

Published by: ABP Ananda

যাঁদের ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে, তাঁদের জন্য নিয়মিত লবঙ্গ খাওয়ার অভ্যাস খুবই উপকারী।

Published by: ABP Ananda

লবঙ্গ মুখের দুর্গন্ধ দূর করে, মুখকে জীবাণুমুক্ত রাখে।

Published by: ABP Ananda

লবঙ্গ শরীরে হাড়ের শক্তি বাড়ায়, হাড়ের ক্ষয় প্রতিরোধ করে।

Published by: ABP Ananda