সারা বছরই, বিশেষ করে শীতকালে বাতাসের গুণগত মান ভীষণ খারাপ হয়ে যায়। বাতাসে ধূলিকণা ও দূষণের পরিমাণ বেড়ে যায়।
দিল্লির বাতাসে দূষণ বারে বারে উঠে আসছে খবরের শিরোনামে, বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন সেখানে।
দিল্লিতে এখন বিশেষ করে শিশু আর বাচ্চাদের বাইরে বেরনোর নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কলকাতাতেও একাধিক জায়গায় দূষণের মাত্রা বেশ বেশি। এর থেকে বাঁচার একটা উপায় হতে পারে এয়ার পিউরিফায়ার।
এয়ার পিউরিফায়ার দূষণের হাত থেকে বাঁচার একটি ভাল উপায় হতে পারে।
যে কোনও আবদ্ধ জায়গার বাতাসে থাকা দূষিত পদার্থ আলাদা করে বাতাসের গুণমান উন্নত করতে সাহায্য করে এয়ার পিউরিফায়ার।
তবে খোলা জায়গায় এয়ার পিউরিফায়ার কাজ করতে পারে না। বদ্ধ ঘরের ভিতরের বাতাসকে শুদ্ধ করতে পারে
বাড়িতে যদি শিশু ও বয়স্ক মানুষ থাকেন, তাহলে এয়ার পিউরিফায়ার ব্যবহার করা ভাল। এটি বাতাসকে পরিশুদ্ধ রাখে।
বাতাসে দূষণের মাত্রা বেশি হলে অনেক সময় শ্বাসপ্রশ্বাসে কষ্ট হয়।
এয়ার পিউরিফায়ার দূষণের কারণে হওয়া শ্বাসকষ্ট থেকে রেহাই দিতে পারে।