রাতভর ভিজিয়ে রাখা মুগ ডাল বা কলাই পুষ্টিগুণে ভরপুর। জলখাবারে খেলে শক্তি বাড়ে তরতরিয়ে, হজমে সাহায্য করে।

Published by: ABP Ananda

ভেজানো মুগ ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। নিরামিষাশীদের ক্ষেত্রেও শক্তির দারুণ উৎস। পেশি তৈরিতে, ভগ্ন কোষ নিরাময়ে সাহায্য করে, পেট ভরায়।

Published by: ABP Ananda

ভিটামিন-বি, লোহা, ম্যাগনেসিয়ামে ঠাসা হয় ভিজিয়ে রাখা মুগ ডাল। শক্তির উৎস। শরীরে অক্সিজেন সরবরাহ করে, ক্লান্তি দূর করে।

Published by: ABP Ananda

জটিল সুগার ভেঙে তার অ্যাসিডের পরিমাণ কমিয়ে এই ডাল খাবার হজমে সাহায্য করে। ফাইবারে পরিপূর্ণ, মলের সমস্যা মেটায়।

Published by: ABP Ananda

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এই ডাল। ধীরে ধীরে শর্করা নিঃসরণ করে। ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী।

Published by: ABP Ananda

প্রোটিন ও ফাইবারে পরিপূর্ণ হওয়ায়, ভিজিয়ে রাখা মুগ ডাল পেট ভর্তি করে এবং বেশি খাওয়া আটকায়। ফলে সবমিলিয়ে তা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

Published by: ABP Ananda

এতে অ্যান্টিঅক্সিড্যান্টস থাকে ভরপুর। শরীরে প্রদাহ নিয়ন্ত্রণে, স্ট্রেস কমাতে সাহায্য করে। ক্যান্সার বা হৃদযন্ত্রের সমস্যা রোধেও সাহায্য করে।

Published by: ABP Ananda

পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামে ভরপুর হওয়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে, রক্তের সরবরাহ ভাল রাখতে ও হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। কোলেস্টেরলের মাত্রা কমায়।

Published by: ABP Ananda

ভিটামিন এ, সি ও প্রয়োজনীয় খনিজ যেমন জিঙ্কে পরিপূর্ণ হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা পোক্ত করে। নিয়মিত খেলে ইনফেকশন থেকে বাঁচায়।

Published by: ABP Ananda

ত্বকের স্বাস্থ্য ভাল করে। নিয়মিত ভেজানো মুগ ডাল ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়, প্রদাহ কমায় ফলে ত্বক নষ্ট কম হয়। বলিরেখা পড়া থেকে রোধ করে।

Published by: ABP Ananda