পুজোর সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। তাই মেকআপ করার পরই সব ধুয়ে-মুছে যায়। প্রথমে মুখ পরিষ্কার করে নিন। তারপর টোনার ব্যবহার করুন। মেক আপ শুরু করার আগে মুখ পরিষ্কার করে বরফ ম্যাসাজ করে নিতে পারেন। অয়েল বেসড ফাউন্ডেশনের পরিবর্তে ওয়াটার বেসড ফাউন্ডেশন লাগাতে হবে। ‘ওয়াটারপ্রুফ মেকআপ’ ব্যবহার করতে পারেন। পাউডার ফাউন্ডেশনও লাগাতে পারেন। তরল লাইনারের বদলে বেছে নিতে পারেন কাজল পেনসিল। যাদের ঘাম হয় বেশি, তারা ম্যাট ফিনিশ লিপস্টিক ব্যবহার করতে পারেন। স্পঞ্জ রাখুন ব্যাগে। ঘাম হলে মাঝে মাঝে থুপে নিন। মেক আপ করার আগে ত্বকের ধরন অনুযায়ী বেছে নিন প্রাইমার।