বিয়ের আগে সকল কনেই ত্বকের একটু অতিরিক্ত যত্ন নিয়ে থাকেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

খেয়াল রাখতে হবে ত্বকের পরিচর্যায় যেন কোনও ভুল না হয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আপনার অজান্তেই হয়তো এইসব ভুল হচ্ছে। আর তার জেরে মারাত্মক ক্ষতি হচ্ছে ত্বকের।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চলুন জেনে নেওয়া যাক, সামনেই যাঁদের বিয়ে সেই কনেরা এখন ত্বকের পরিচর্যায় কোন বিষয়ে খেয়াল রাখবেন আর কী কী করবেন না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। নাহলে ত্বকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাড়িতে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ফর্সা হওয়ার কথা ভেবে ত্বকে ব্লিচ করাতে যাবেন না। মনে রাখবেন আপনার ত্বকের রং যা, সেটাই থাকবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ব্লিচ করলে ত্বকে একাধিক সমস্যা দেখা দিতে পারে। অ্যালার্জি-ইনফেকশন হতে পারে। ত্বকের র‍্যাশ, লালচে ভাব দেখা দিতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আচমকা নতুন কোনও ব্র্যান্ডের প্রোডাক্ট ত্বকে ব্যবহার না করাই শ্রেয়। যা দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন সেটাই করুন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

যদি একান্তই নতুন প্রোডাক্ট ত্বকে ব্যবহার করেন, তাহলে খুব অল্প জায়গায় ওই প্রোডাক্ট লাগিয়ে আগে পরীক্ষা করে নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মুখের ত্বক ভালভাবে পরিষ্কার করতে হবে। ত্বক পরিষ্কার না থাকলে ব্রনর সমস্যা বাড়বে। দেখা দেবে আরও সমস্যা।

Published by: ABP Ananda
Image Source: Pexels