বিয়ের আগে সকল কনেই ত্বকের একটু অতিরিক্ত যত্ন নিয়ে থাকেন। খেয়াল রাখতে হবে ত্বকের পরিচর্যায় যেন কোনও ভুল না হয়। আপনার অজান্তেই হয়তো এইসব ভুল হচ্ছে। আর তার জেরে মারাত্মক ক্ষতি হচ্ছে ত্বকের। চলুন জেনে নেওয়া যাক, সামনেই যাঁদের বিয়ে সেই কনেরা এখন ত্বকের পরিচর্যায় কোন বিষয়ে খেয়াল রাখবেন আর কী কী করবেন না। সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। নাহলে ত্বকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাড়িতে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। ফর্সা হওয়ার কথা ভেবে ত্বকে ব্লিচ করাতে যাবেন না। মনে রাখবেন আপনার ত্বকের রং যা, সেটাই থাকবে। ব্লিচ করলে ত্বকে একাধিক সমস্যা দেখা দিতে পারে। অ্যালার্জি-ইনফেকশন হতে পারে। ত্বকের র্যাশ, লালচে ভাব দেখা দিতে পারে। আচমকা নতুন কোনও ব্র্যান্ডের প্রোডাক্ট ত্বকে ব্যবহার না করাই শ্রেয়। যা দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন সেটাই করুন। যদি একান্তই নতুন প্রোডাক্ট ত্বকে ব্যবহার করেন, তাহলে খুব অল্প জায়গায় ওই প্রোডাক্ট লাগিয়ে আগে পরীক্ষা করে নিন। মুখের ত্বক ভালভাবে পরিষ্কার করতে হবে। ত্বক পরিষ্কার না থাকলে ব্রনর সমস্যা বাড়বে। দেখা দেবে আরও সমস্যা।