চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করার জন্য হেয়ার সিরাম লাগানো জরুরি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শ্যাম্পুর পরে চুলে সিরাম লাগালে চুল থাকবে নরম-মোলায়েম।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চুলের উজ্জ্বলভাব বজায় রাখতেও সাহায্য করে এইসব হেয়ার সিরাম।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চুলের সিরাম লাগানোর কিছু নিয়ম রয়েছে। সেগুলি মেনে না চললে চুলের সমস্যা বাড়বে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

তাহলে চলুন জেনে নেওয়া যাক চুলে সিরাম লাগানোর সময় কী কী করবেন এবং কী কী করবেন না।

Published by: ABP Ananda

শ্যাম্পুর পর ভেজা অবস্থাতেই চুলে সিরাম লাগাতে হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

হেয়ার সিরাম লাগানোর পর চুলে চিরুনি ব্যবহার করবেন না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

হেয়ার সিরাম চুলের লম্বা অংশ বা লেংথ পোরশনে ব্যবহার করতে হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ভাল গুণমানের হেয়ার সিরাম ব্যবহার করতে হবে। নাহলে চুলে একাধিক সমস্যা দেখা দিতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

হেয়ার সিরাম ব্যবহারের পর চুল শুকিয়ে নিতে হবে খোলা রেখে। তারপর চুল আঁচড়ে নিতে হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels