চুলের রুক্ষ-শুষ্ক ভাব দূর করার জন্য হেয়ার সিরাম লাগানো জরুরি। শ্যাম্পুর পরে চুলে সিরাম লাগালে চুল থাকবে নরম-মোলায়েম। চুলের উজ্জ্বলভাব বজায় রাখতেও সাহায্য করে এইসব হেয়ার সিরাম। চুলের সিরাম লাগানোর কিছু নিয়ম রয়েছে। সেগুলি মেনে না চললে চুলের সমস্যা বাড়বে। তাহলে চলুন জেনে নেওয়া যাক চুলে সিরাম লাগানোর সময় কী কী করবেন এবং কী কী করবেন না। শ্যাম্পুর পর ভেজা অবস্থাতেই চুলে সিরাম লাগাতে হবে। হেয়ার সিরাম লাগানোর পর চুলে চিরুনি ব্যবহার করবেন না। হেয়ার সিরাম চুলের লম্বা অংশ বা লেংথ পোরশনে ব্যবহার করতে হবে। ভাল গুণমানের হেয়ার সিরাম ব্যবহার করতে হবে। নাহলে চুলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। হেয়ার সিরাম ব্যবহারের পর চুল শুকিয়ে নিতে হবে খোলা রেখে। তারপর চুল আঁচড়ে নিতে হবে।