ঘরের চার কোণে এক বাটি করে নুন রাখলে ধীরে ধীরে উন্নতি হবে পরিস্থিতির, মনও শান্ত হবে
Published by: ABP Ananda
July 4, 2025
বাস্তু শাস্ত্র অনুযায়ী, নুন শুধু মনকে শান্ত করে না, ঘরের পরিবেশও ঠিক রাখে
Published by: ABP Ananda
July 4, 2025
উত্তর-পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিকে এই নুন রাখলে একাধিক উপকার মিলতে পারে
Published by: ABP Ananda
July 4, 2025
খাটের নিচে এক প্লেট নুন রেখে দিলে স্ট্রেস কমে এবং ঘুম ভাল হয়
Published by: ABP Ananda
July 4, 2025
যাঁদের সকালে এনার্জি কম থাকে এটা তাঁদের জন্য কার্যকরী
Published by: ABP Ananda
July 4, 2025
সুস্বাস্থ্য তো বটেই সম্পত্তি বৃদ্ধির ক্ষেত্রেও পন্থা কার্যকরী হতে পারে
Published by: ABP Ananda
July 4, 2025
পড়ার টেবিলে বা অফিসে অথবা যোগব্যায়াম করবেন এরকম জায়গায় রাখতে পারেন এক বাটি নুন
Published by: ABP Ananda
July 4, 2025
আরও ভালভাবে বাঁচার উপায় খুঁজে দিতে পারে এই পন্থা, সম্পর্ক থেকে টাকাপয়সার উন্নতির কারণ হতে পারে
Published by: ABP Ananda
July 4, 2025
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।