কিশমিশ ভেজানো জল সকালে অনেকেই খালি পেটে খেয়ে থাকেন। কিশমিশ ভেজানো জল খেলে আপনি অনেক ধরনের উপকার পাবেন। কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। তার ফলে জলে না ভিজিয়ে এমনিও আপনি এই ড্রাই ফ্রুট খেতে পারেন। কিশমিশ ভেজানো জল খেলে আপনার বদহজমের সমস্যা কমবে। খাবার ঠিকভাবে হজম হলে কমবে অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা। আমাদের লিভারের স্বাস্থ্যের জন্য কিশমিশ একটি ভাল উপকরণ। কিশমিশ ভেজানো জল খেলে লিভার ভাল থাকবে আপনার। কিশমিশ ভেজানো জল লিভারের ডিটক্সিফিকেশনে সাহায্য করে। অর্থাৎ লিভারে কোনও দূষিত পদার্থ জমতে দেয় না এই পানীয়। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে কিশমিশ ভেজানো জল। আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্যেরও খেয়াল রাখে কিশমিশ ভেজানো জল। কমায় হার্ট অ্যাটাক, স্ট্রোকের প্রবণতা। যাঁদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে তাঁরা অবশ্যই খেতে পারেন কিশমিশ ভেজানো জল। হাড়ের গঠন মজবুত করতে, ত্বকের খেয়াল রাখতে, ওজন কমাতে এবং মুখের ভিতরের অংশের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে কিশমিশ ভেজানো জল।