খুশকি, হেয়ার ফলকে দূর করতে হেয়ার কেয়ার রুটিনে নজর দিতে হবে চুল পড়া ঠেকাতে পুরনো নিয়মেই ভরসা রাখতে পারেন সেই তেল মালিশ দিয়েই চুল পড়া দূর করতে পারেন ধু সেই তেলে ছোঁয়া থাক কিছু বীজের ঘন-কালো চুল পেতে অনেকেই নিয়মিত চুলে অয়েল মাসাজ করেন এবার বরং সিড অয়েল দিয়েই যত্ন নিন চুলের তাতেই চুলের হাল ফিরবে দ্রুত নানা সিড অয়েলে রয়েছে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট এসব পুষ্টিগুণেই স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো থাকে সিড অয়েল দিয়ে স্ক্যাল্পে মাসাজ করলে চুল ঝরে পড়া বন্ধ হয় ঝটপট এই ম্যাজিক অয়েল বানানোর পদ্ধতি জেনে নিন তিসি বীজ এবং কালো জিরের তেল, রোজমেরি এসেনশিয়াল অয়েল যোগ করতে পারেন, এসব উপকরণের ছোঁয়াতেই চুলে ঢেউ খেলবে চুলে তেল মেখে রাখার পর ৩০ মিনিট অপেক্ষা করুন তারপর হালকা কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিলেই কেল্লাফতে