আপনার আসল শুভানুধ্যায়ী কে? চিনিয়ে দেবে এই চাণক্য-নীতি যাঁরা আপনার পরিচিত, তাঁরা সবাই কি আপনার ভাল চায়? কারা আসলেই আপনার শুভানুধ্যায়ী? নিজের শুভানুধ্যায়ীকে কীভাবে চিনবেন? তার কিছু লক্ষ্মণ বলা রয়েছে চাণক্য নীতিতে জীবনে অনেক ছোটখাট থেকে বড় সমস্যার সমাধান লুকিয়ে চাণক্যর বাণীতে চাণক্য নীতিতে লুকিয়ে যে কোনও সমস্যার সমাধানের নানা সূত্র জীবনযাপনের উপায় হোক বা জীবনে উপস্থিত মানুষদের চিনে নেওয়া- চাণক্য নীতিতে রয়েছে সবই কে আসল বন্ধু- তা স্পষ্ট বলা রয়েছে চাণক্য নীতিতে। যে ব্যক্তি অসুস্থতা, দুঃখ, দুর্ভিক্ষ, শত্রুর আক্রমণ বা মৃত্য়ুর সময় ছেড়ে যান না, তিনিই প্রকৃত বন্ধু ছোটবেলা হোক কিংবা বড় বয়সের। পরিবারের হোক কিংবা বাইরের- এমন আচরণ থাকলে তিনিই আপনার বন্ধু তবে এমন সময়ে আপনাকেও দাঁড়াতে হবে পাশে। তাহলেই আপনিও তাঁর প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারবেন। চাণক্যের মতে যদি কোনও ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে তিনিও সাহায্য পান।