শীত পড়তেই বাজারে গাজরের ছড়াছড়ি। সারা বছর পাওয়া গেলেও শীতের গাজর হয় সবচেয়ে সুস্বাদু।

Image Source: paxels

গাজর যে শুরু সুস্বাদু তা নয়, রাঙা এই ফলের রয়েছে একগুচ্ছ গুণ। খাওয়া যায় রান্না করে বা কাঁচা, ২ ভাবেই।

Image Source: paxels

শীতের গাজরকে অনেক সময়ে 'লাল সোনা' ও বলা হয়। শরীরের এখাধিক উপকার করে এই গাজর।

Image Source: paxels

শীতের গাজর ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে মূল খাবার সঙ্গে সালার্ড হিসেবে খেতে পারেন রোজ।

Image Source: paxels

গাজর দিয়ে তরকারি থেকে শুরু করে হালুয়ার মতো বিভিন্ন স্বাদের পদ ও বানিয়ে ফেলতে পারেন।

Image Source: paxels

গাজরে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন A ও ক্যারোটিন। এগুলি চোখের জন্য খুব ভাল।

Image Source: paxels

গাজর চোখের রেটিনার জন্য খুব ভাল, পাশাপাশি মিটিয়ে ফেলতে পারে চোখের একাধিক সমস্যাও।

Image Source: paxels

যদি চোখ ঝাপসা লাগে বা রাতে দেখতে অসুবিধা হয়, তাহলে গাজর খেলে উপকার পেতে পারেন।

Image Source: paxels

তবে আপনার শরীরে কোনও রোগ থাকলে নিয়মিত গাজর খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন

Image Source: paxels