বর্তমানে রোজকার যাতায়াত, ধুলো-ধোঁয়া.. এর ফলে রোজ ভীষণভাবে চুল নোংরা হয়ে যায়।
ছেলেরা সাধারণত ছোট চুল রাখলেও, খুশকি বা অন্যান্য সমস্যা তাঁদেরও হয়।
রোজ যাতায়াতের ফলে চুলে ধুলো ময়লা জমে, সঙ্গে ঘাম ও খুশকি। এর ফলে চুল ভীষণ নোংরা হয়ে যায় সহজেই।
অনেক ছেলেই নিয়মিতভাবে স্নানের সময় শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলে
এতে চুল পরিষ্কার হলেও এতে চুলের গোড়া আলগা হয়ে চুল ঝরে যেতে পারে। হতে পারে একাধিক সমস্যাই।
ছেলেরা যদি রোজ শ্যাম্পু করেন, তাহলে কী কী সমস্যা হতে পারে? জেনে নেওযা যাক
মাথা পরিষ্কার রাখার জন্য শ্যাম্পু করা জরুরি, তবে রোজ শ্যাম্পু না করাই ভাল।
তবে যদি আপনার মাথার ত্বক তৈলাক্ত হয়, তাহলে রোজ শ্যাম্পু করা উপকারী হতে পারে।
তবে যাঁদের খুব সহজেই চুল ঝরে পড়ার প্রবণতা থাকে, তাঁদের রোজ শ্যাম্পু না করাই ভাল।
সপ্তাহে ২ থেকে ৩ দিন শ্যাম্পু করাকেই স্বাস্থ্যকর অভ্যাস বলে মনে করা হয়।