Image Source: Freepik

কিডনির সমস্যা হলে খাবারদাবারে অনেক বেশি বাধ্যবাধকতা থাকে।

Image Source: Freepik

ফল ও সবজির সাধারণত শরীরের জন্য ভাল। কিন্তু সেগুলিও বুঝেশুনে অনেকটা খেতে হয়।

Image Source: Freepik

নারায়ণা হেলথের পুষ্টিবিদ পদ্মজা নন্দী এবিপি লাইভকে জানালেন কোন কোন ফল খাওয়া যায়‌ আর কী কী বাদ।

Image Source: Freepik

ফলের মধ্যে পেঁপে, পেয়ারা, আপেল খাওয়া যাবে শুধু। তবে সীমিত পরিমাণে খেতে হবে।

Image Source: Freepik

কিডনির সমস্যা থাকলে কলা, সবেদা, আম, লিচু, সাইট্রাস অর্থাৎ লেবুজাতীয় ফল খাওয়া যাবে না।

Image Source: Freepik

বেশিরভাগ ফলেই পটাশিয়ামের পরিমাণ বেশি। তাই খুব সীমিত ফল খাওয়া যায়‌।

Image Source: Freepik

সবজির মধ্যে পটল, ঢেড়স, লাউ,ঝিঙে, চিচিঙ্গে, বাঁধাকপি, ফুলকপি। শেষ দুটি সবজি ভাপিয়ে খেতে হবে।

Image Source: Freepik

নিষেধের তালিকায় যে যে সবজি রয়েছে তার মধ্যে প্রথমেই আলুর মায়া কাটাতে হবে।

এছাড়াও, শিম, পালং শাক, বেগুন, মোচা ইত্যাদি সবুজ শাকসবজি খাওয়া যাবে না।



Image Source: Freepik

অর্থাৎ কিডনির সমস্যা হলে খাবার খেতে হবে খুব বুঝে শুনে।