পুষ্টিগুণে সমৃদ্ধ খেজুর, যা প্রতিদিন খাওয়া যেতে পারে, কী কী উপকার রয়েছে?



যখন তখন মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে খাওয়া যেতে পারে খেজুর



প্রাকৃতিকভাবে মিষ্টি হওয়ায় খেজুর শরীরের উপর খারাপ প্রভাব ফেলে না



অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর খেজুর



দীর্ঘদিন ধরে কোনও রোগে ভুগলে পাতে রাখতে পারেন দুটো খেজুর



পেটের স্বাস্থ্যের জন্য উপকারী খেজুর



উচ্চ ফাইবার যুক্ত খেজুর, যা পেট পরিষ্কার রাখে, কোলন ক্যান্সারে ঝুঁকিও কমায়



ম্যাগনেসিয়াম, মিনারেলে ভরপুর খেজুরে প্রদাহ বিরোধী উপাদান আছে



হাড়ের স্বাস্থ্য ভাল রাখে খেজুর, এতে আছে ভিটামিন K, যা হাড় মজবুত করতে পারে



কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন